১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিপাহী নিয়োগ দেবে বিজিবি

admin
প্রকাশিত ২৩ জুলাই, বুধবার, ২০২৫ ২০:৩৯:০৭
সিপাহী নিয়োগ দেবে বিজিবি

Manual2 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিপাহী নিয়োগ দেবে । যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।

Manual1 Ad Code

 

 

 

আবেদনকারীর বয়সসীমা:০৫/১০/২০২৫ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে।(জন্ম তারিখ ০৬/১০/২০০২  হতে ০৫/১০/২০০৭ এর মধ্যে হতে হবে)।

Manual6 Ad Code

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- হতে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।

Manual5 Ad Code

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে:উচ্চতা: ১.৫৭৪ মিটার (৫’-২”)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫’-০”)।ওজন: ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)।বুকের মাপ: স্বাভাবিক ৭১.১২ সেঃ মিঃ (২৮ ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি)।দৃষ্টিশক্তি: ৬/৬

শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে,উচ্চতা: ১.৬৭৬ মিটার (৫’-৬”)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫’-৪”)।ওজন: ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।

 

Manual1 Ad Code

 

 

বুকের মাপ: স্বাভাবিক ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ (৩৪ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি)।
দৃষ্টিশক্তি: ৬/৬

আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২৫,আবেদনকৃত জেলা: সকল জেলা ।