সিলেট ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিপাহী নিয়োগ দেবে । যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা:০৫/১০/২০২৫ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে।(জন্ম তারিখ ০৬/১০/২০০২ হতে ০৫/১০/২০০৭ এর মধ্যে হতে হবে)।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- হতে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে:উচ্চতা: ১.৫৭৪ মিটার (৫’-২”)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫’-০”)।ওজন: ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)।বুকের মাপ: স্বাভাবিক ৭১.১২ সেঃ মিঃ (২৮ ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি)।দৃষ্টিশক্তি: ৬/৬
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে,উচ্চতা: ১.৬৭৬ মিটার (৫’-৬”)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫’-৪”)।ওজন: ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।
বুকের মাপ: স্বাভাবিক ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ (৩৪ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি)।
দৃষ্টিশক্তি: ৬/৬
আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২৫,আবেদনকৃত জেলা: সকল জেলা ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD